
প্রতীতি ঘোষ,ভাটপাড়া : রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পুরসভার তরফ থেকে ডেঙ্গু সচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে। ভাটপাড়া পুরসভার তরফেও ডেঙ্গু মোকাবিলার জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব মালো নিজের ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে গিয়ে বৃহস্পতিবার ডেঙ্গু সচেতনতামূলক প্রচার চালান। শুধু তাই নয়, জমে থাকা জল থেকে কিভাবে মশার লার্ভা জন্মাচ্ছে সেই বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করেন তিনি। কাউন্সিলর বলেন, ডেঙ্গু মোকাবেলায় আমরা সতর্ক। প্রতিদিন পুরসভার ওয়ার্ড কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার প্রচার চালাচ্ছেন।
ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, ডেঙ্গু মোকাবিলা করার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।
বর্ষা শুরু হতেই রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভাবাচ্ছে। ডেঙ্গু মোকাবিলার জন্য রাজ্যের সমস্ত পুরসভাকে সতর্ক করেছে স্বাস্থ্য দপ্তর। সেই নির্দেশ অনুযায়ীই কাজ করছে বিভিন্ন পুরসভা।