
সুকান্ত চট্টোপাধ্যায়, দত্তপুকুর ঃ নেশার ঘোরে বাবার গলায় বটির কোপ ছেলের। ঘটনাস্থলেই মৃত্যু বৃদ্ধ বাবার। । মঙ্গলবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বামনগাছি এলাকায় । মৃত ব্যক্তির নাম রঘুনাথ শিকদার বয়স ৫৭ বৎসর । দত্তপুকুর থানার বামনগাছি মন্ডলগাথি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। জানা গেছে তার ছেলে লিটন সিকদার আগে নেশা করতো,পরবর্তীতে গত কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগতে থাকে। ছেলের চিকিৎসার জন্য বাবা-মা দুজনেই নানাভাবে চেষ্টা চালাচ্ছিলেন। এবং ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হোমেও রাখা হয়েছিল বলে জানান মা অঞ্জু শিকদার। কিন্তু তাতেও সুস্থ হয়নি ছেলে লিটন ।এদিন সকালে বাবা রঘুনাথ সিকদার যখন পুজোর জন্য ঘরে বসে ছিলেন সেই সময় ঘরে রাখা বটি দিয়ে ছেলে পিছন দিক থেকে গলায় কোপ দেয় বলে অভিযোগ। মুহূর্তেই লুটিয়ে পড়েন রঘুনাথ শিকদার। রক্তে ভেসে যায় ঘর। এই ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্ত্রী সহ প্রতিবেশীরা। এবং খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে। পাশাপাশি অভিযুক্তকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।