
নিজস্ব প্রতিনিধিঃ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকার রেল লাইনের ধার থেকে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। শুক্রবার সাত সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাঠান হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। অত্মহত্যা না হত্যা তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে পুলিশ।