
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ির বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য বোড়াগাড়ি এলাকায়। ‘গুণধর’ স্বামী পরবর্তীতে থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোরাগাড়ি অঞ্চল পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী ভূপাল রায়ের সাথে তার স্ত্রী ফণিবালা রায়ের সোমবার সকাল থেকে বচসা শুরু হয়। বিবাদ চরমে উঠলে ধারালো অস্ত্র নিয়ে ফণিবালা দেবীর ওপর চড়াও হয় ভূপাল রায়। বাঁচার চেষ্টা করেও শেষরক্ষা করতে পারেননি ফণিবালা দেবী। ঘটনাস্থলেই মারা যান ফণিবালা দেবী।স্ত্রীকে খুন করার পর ধুপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করে ভূপাল রায়। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরবর্তীতে ফণিবালা দেবীর নিথর শরীর উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।