
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির রক্ষাকবচের মেয়াদ বৃদ্দি করল কলকাতা হাই কোর্ট। আগামী সাত দিন তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। শুক্রবার শুনানির পর এমনই নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের।
প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের ঠিক তিন দিন আগে ৫ জুলাই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিউ টাউন থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক তরুণী। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি অবশ্য প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে বলেছেন তাঁকে ফাসানোর চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকাল ২৭ জুলাই পর্যন্ত সেই মামলায় নওশাদের রক্ষাকবচ ছিল। তাঁকে গ্রেফতার করা যাবে না বলে বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল। সেই মামলার রক্ষাকবচ শেষ হয়েছিল বৃহস্পতিবার ২৭ জুলাই। শুক্রবার শুনানির পর সেই রক্ষাকবচ আরও ৭ দিন বাড়াল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চে।