
স্পোর্টস ডেস্ক : প্রায় প্রত্যেক ম্যাচের আগে বা পরে রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত। গত চেন্নাই ম্যাচের আগেও একইছবি সামনে আসে। এবার ইস্টবেঙ্গলের এই রেফারি নিয়ে অভিযোগ নিয়ে একহাত নিলেন ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরা। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে নামার আগে লোবেরা বললেন,’ইস্টবেঙ্গল প্রতি ম্যাচের আগে রেফারি নিয়ে নালিশ করে অযথা চাপ তৈরী করছে। বারো বছর পরে মাত্র একটা ট্রফি পেলো সেখানেও রেফারি ভুলের জন্যই ট্রফিটা পেয়েছে।’ প্রসঙ্গত লোবেরাকে ইস্টবেঙ্গল প্রথমে কোচ হিসেবে চায়। কিন্তু অনেক টালবাহানা করেন তিনি। অবশেষে কুয়াদ্রাতকেই কোচ করে লাল হলুদ দল।আর সুপার কাপের ফাইনালে লোবেরার ওড়িশাকেই হারিয়ে ট্রফি তোলে ইস্টবেঙ্গল। আর রেফারি নিয়ে যে ইস্টবেঙ্গলের প্রতি অবিচার হয়েছে আইএসএলের অর্ধেক ম্যাচে সেটা একপ্রকার খোলা চোখে দেখা যাচ্ছে। যদিও বৃহস্পতিবার বড় লড়াই দেখতে মরিয়া ফুটবল প্রেমীরা।