
নিজস্ব প্রতিনিধিঃ পেঁয়াজের ঝাঁঝে মধ্যবিত্তের চোখে জল। দুর্গা পুজোর পর থেকেই পেঁয়াজ কিনতে হাতে ছেঁকা লাগছে। উত্তর থেকে দক্ষিণ প্রতিটি জেলাতেই গত কয়েকদিনে পেঁয়াজের দাম কেজি প্রতি দ্বিগুণ হয়েছে। কয়েক সপ্তাহ আগেই কলকাতা সহ জেলাগুলিতে পেঁয়াজের দাম ছিল কমবেশি ৩০ থেকে ৪০ টাকা কেজি। সেই পিয়াঁজের দাম বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ৮০ টাকা কেজিতে। কিন্তু কি কারণে বাড়ছে পেঁয়াজের দাম! উঠে আসছে একাধিক কারণ, একাংশ বলছেন, মহারাষ্ট্র ও কর্ণাটকে বর্ষাকালীন পেয়াঁজ চাষে প্রচুর ক্ষতি হয়েছে। যে কারণে চাহিদা যথেষ্ট টান রয়েছে। আবার আরেকাংশের মতে, ভিন রাজ্য থেকে পেঁয়াজের গাড়ি রাজ্যে ঢোকার আগেই অনেক জায়গায় আটকে গিয়েছে। দাম বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় শুরু হয়েছে পেঁয়াজের কালোবয়াজে।