
অপরূপা কাঞ্জিলাল: সোমবার সারাদেশে ৫৯টি আসনে হয় লোকসভা নিবার্চনের পঞ্চম দফা। মহারাষ্ট্রে ১৩টি কেন্দ্রে ছিলো ভোট আর এই ভোটকে কেন্দ্র করে দেখা মিলেছে একাধিক বলি তারকার। রণবীর কাপুর থেকে শুরু করে বর্ষিয়ান প্রেম চোপড়া ক্রীড়া ক্ষেত্রে শচীন টেন্ডুলকার প্রত্যেকেই নিজের নিজের ভোট দেন। তবে এদিন সব থেকে নজর কেড়েছে বলিউডের প্রথম সারির নায়িকা অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। এদিন ৫ মাসের অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে ভোট দিতে গেলেন স্বামী রনবীর সিং।এদিন প্যাপারাতজির ক্যামেরায় ধরা পড়ে যে বেবি পাম্প নিয়ে হাঁটতে পারছেন না দীপিকা। স্পষ্ট ফুটে উঠেছে বেবি বাম্প। আর এদিন এতেই মুখ বন্ধ হয়েছে সেই সব নেটগরিকদের যারা রটিয়েছিলেন সরোগ্যাসীর মাধ্যমে সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা ।
মাস কয়েক আগেই নিজেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। যদিও বেশ কিছু সময় কেটে গেলেও তাঁর বেবিবাম্প দেখতে না পাওয়ায় তিনি আদপে মা হচ্ছেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রায় সকলেই। তারিমধ্যে প্রকাশ্যে এসেছিল সিংঘম ছবিতে, পুলিশ অবতারে দীপিকার ছবি। সেখানে তাকে দেখে বোঝা যায়নি যে তিনি অন্তঃসত্ত্বা। তে প্রশ্ন চিহ্ন তুলেছিলেন অনেকেই। তবে এ দিন স্পষ্ট হয়ে গেল সবটাই। স্বামী রণবীর সিংকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন দীপিকা।
আর সেখানেই সুস্পষ্ট সবটা। সকলেরই চোখে পড়েছে তাঁর বেবিবাম্পটি। আর এর পরেই ভক্তদের একাংশের বিশ্বাস হয়েছে, মিথ্যে বলছিলেন না দীপিকা। তিনি সত্যিই মা হতে চলেছেন।তবে কথায় বলে নিন্দুকের মুখ বড় লম্বা আর তাই এদিনও দীপিকা পড়েছেন কটাক্ষের মুখে। ভোটকেন্দ্রে যাওয়ার সময় পা টেনে টেনে হাঁটতে দেখা যায় তাঁকে। তাতে অনেকে লেখেন, “নাটক করছেন?কে জানে? হয়ত স্ক্রিনের মতো এখানেও ফেক করছেন সবটা!” তবে নিন্দুকেরা যে যাই বলুক নায়িকা যে মা হতে চলার এই মুহূর্ত বেশ উপভোগ করছেন তা বোঝা গেছে তার চোখে মুখের লালিত্যে। ২০১৮ সালে বিয়ে করেন রণবীর-দীপিকা। এর তিন বছর আগে যদিও গোপনে বাগদান সেরে নিয়েছিলেন তাঁরা। বিয়ের ছয় বছর পর পরিবার বাড়ছে তাঁদের। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে আসবে নতুন অতিথি। আপাতত হবু মা বাবা সেই অপেক্ষাতেই দিন গুনছেন আর শুভাকাঙ্ক্ষীরা জানাচ্ছেন শুভেচ্ছা।