
প্রশান্ত দাস, মালদা : আইসক্রিমের কোম্পানীর ফ্রিজারের ভেতর মৃতদেহ ! পুরাতন মালদার বাচামারিতে একটি নামী কোম্পানীর আইসক্রিম কোম্পানির ফ্রিজার থেকে নগ্ন দেহ উদ্ধার। উদ্ধার আইসক্রিম কোম্পানীর গাড়ি চালকের দেহ। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, মৃত ব্যক্তির নাম মৃণাল কান্তি বসু বয়স ৪০. বাড়ি বনগাঁ এলাকায়। বিগত ছয় থেকে সাত বছর ধরে ওই গোডাউনের আইসক্রিমের গাড়ি চালাতেন। আইসক্রিম গোডাউনের মালিক জয়ন্ত পাল চৌধুরী জানান, রবিবার ছুটি ছিল মৃণালের. তাঁর প্রাথমিক অনুমান, ছুটির দিন অতিরিক্ত মদপান করার জেরেই এই ঘটনা ঘটেছে.
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ. এরপর মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়. অন্যদিকে, এই ঘটনা জানাজানি হতেই জড়ো হতে থাকেন এলাকাবাসীরা। ঠিক কী ঘটেছে, জানতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশকর্তারা।