
সঞ্জয় মাঝিঃ বজবজের চড়িয়াল বাজার সংলগ্ন এলাকায় রাস্তার ধারে সরকারি জমি দখল করে গড়ে উঠেছে আস্ত একটি তিনতলা বাড়ি। অথচ হুঁশ নেই পুরসভা, পুলিশ প্রশাসনের। বারবার বজবজ পুরসভা ও স্থানীয় থানাকে অভিযোগ জানিয়েও কোনও কাজ না হওয়ায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ্য হলেন এলাকারই বাসিন্দা শেখ শাহাবুদ্দিন। শেখ শাহাবুদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট মইদুল ইসলাম কয়েল জানান আদালতে সুমন মণ্ডলের আইনজীবীরা কোনও বৈধ কাগজ দেখাতে পারেন নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার জানানো সত্বেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। প্রসঙ্গত পুকুর বুজিয়ে অবৈধভাবে বাড়ি তৈরির ব্যাপারে কলকাতা পুরসভা কোনও ব্যাবস্থা না নেওয়ায় কলকাতা পুরসভাকে ১ লক্ষ টাকা জরিমানা করে হাইকোর্ট। তারপরও মহেশতলা, বজবজ পঞ্চায়েতের একাধিক জায়গায়, অবৈধভাবে বিল্ডিং তৈরির অভিযোগ উঠছে। প্রশাসন কড়া ব্যবস্থা না নেওয়ায় প্রমোটার এবং অবৈধ জবর দখলকারীদের সাহস দিনকে দিন বাড়ছে বলেই মত এলাকাবাসীদের।