
অমিত কুমার দাস, বসিরহাট: আধুনিক অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটু প্রতিস্থাপন করে নজির গড়লো বসিরহাট জেলা হাসপাতাল। উত্তর ২৪ পরগণার বারাসাত মহকুমার দেগঙ্গা থানার ভাসিলা গ্রামের বাসিন্দা ৫৯ বছরের পেশায় দিনমজুর রোস্তাম আলী। বেশ কিছুদিন আগে হাঁটুতে অসহ্য যন্ত্রণা নিয়ে বসিরহাট জেলা হাসপাতালের অর্থপেডিক বিভাগে চিকিৎসা করাতে আসেন। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন তার বাঁ পায়ের হাঁটুর অবস্থা খুবই শোচনীয়। অবিলম্বে সেই হাটুর প্রতিস্থাপনের প্রয়োজন। সেই মতো তাকে বসিরহাট জেলা হাসপাতালের এমএসডাব্লিউ ওয়ার্ডে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকাল ১১:৪০ এ বসিরহাট জেলা হাসপাতালের অর্থপেডিক সার্জেন ডাক্তার সাহির মন্ডলের নেতৃত্বে ও ডাক্তার এম শিরুল ইসলামের সহযোগিতায় তিন ঘন্টার প্রচেষ্টায় সম্পূর্ণ বিনামূল্যে সফলভাবে অস্ত্রোপচার করা হয় ওই ব্যক্তির। যা কলকাতা ও উত্তর ২৪ পরগণার বিভিন্ন মেডিকেল কলেজ ব্যতীত জেলা হাসপাতাল গুলির মধ্যে প্রথম। এই হাঁটু প্রতিস্থাপনের ফলে এক নতুন জীবন ফিরে পান ওই ব্যক্তি। বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গাইন বলেন, “এই হাঁটু প্রতিস্থাপন করে জেলা হাসপাতাল গুলির মধ্যে অনন্য নজির গড়লো বসিরহাট জেলা হাসপাতাল। আগামী দিনে আর হাঁটু প্রতিস্থাপনের জন্য কলকাতায় ছুটে যেতে হবে না। বসিরহাট জেলা হাসপাতালেই এর সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।” বিষয়টি নিয়ে ডাক্তার সাহির মন্ডল বলেন, “এই ধরনের অস্ত্রোপচার আগে নদীয়াতে হয়েছিল। কিন্তু উত্তর ২৪ পরগণার কোন জেলা হাসপাতালের মধ্যে এই নজির প্রথমবার।”