
বাবলু প্রামানিক, বারুইপুরঃ দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর সীতাকুণ্ড কিষাণমন্ডিতে কৃষকদের কাছ থেকে ধান কেনা চলছে। প্রতিদিন প্রায় ২৪০ থেকে ২৬০ কুইন্টাল ধান কেনা হয় কৃষকদের কাছ থেকে। খুশি কৃষক বন্ধুরা।
রাজ্যে কৃষক কাছ থেকে ধান কেনার পক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর সীতাকুণ্ডত কিষাণমন্ডিতে কৃষকদের কাছ থেকে ধান কেনা চলছে। সূত্রের খবর, প্রতিদিন প্রায় ২৪০ থেকে ২৬০ কুইন্টাল ধান কেনা হয় কৃষকদের কাছ থেকে।
চলতি বছর, রাজ্য সরকার ধানের দর করে দিয়েছে প্রতি কুইন্টাল পিছু ২১৮৩ টাকা। পাশাপাশি দেয়া হয় গাড়ি ভাড়া। আগে প্রতিকুইন্টাল বস্তার মধ্যে বাদ হতো ৫ কিলো থেকে ৭ কিলো ধান। কিন্তু এ বছরে ধানের বস্তা থেকে কোন বাদ দেওয়া হচ্ছে না।
সরাসরি ধান সংগ্রহের জন্য খুশি কৃষকেরা। তারা নিজেরাই ধান ভীষণ মান্ডিতে নিয়ে আসে এবং নিজেরাই ওজন করে তাদের ধান সরকারের কাছে বিক্রি করেছে।