
সূর্যজ্যোতি পাল,কোচবিহারঃ ২০২৪ সালের পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় রয়েছেন একাধিক বাঙালি। যার মধ্যে অন্যতম ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন। এই সম্মান পাওয়ায় তিনি ভীষণ খুশি। তিনি আপ্লুত এবং গর্বিত।
পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। প্রাপকদের তালিকায় রয়েছেন একাধিক বাঙালি। যার মধ্যে অন্যতম ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন। কোচবিহার জেলার মাথাভাঙ্গার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দার গীতা জানান, এই সম্মান পাওয়ায় তিনি ভীষণ খুশি। তিনি আপ্লুত এবং গর্বিত।
বৃহস্পতিবার সন্ধ্যার, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন জানানো হয়েছে। শুক্রবার সকাল থেকে থেকেই শিল্পীর বাড়িতে ভিড় জমাতে থাকেন, এলাকার মানুষ। গীতা রায় বর্মনের বাড়িতে গিয়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়।