
স্পোর্টস ডেস্ক :পেহেলগা আক্রমণের জের ২৪ মে বেঙ্গালুরু তে নিজের নামাঙ্কিত জ্যাভলিন প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিক’ আয়োজন করছেন নীরজ চোপড়া। সেই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তানের আর্শাদ নাদিমকে। কিন্তু প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানের খেলোয়াড় নাদিম জানিয়ে দিয়েছেন, তিনি ভারতে আসবেন না।নাদিম এ দিন বলেছেন, “এনসি ক্লাসিক প্রতিযোগিতা হবে ২০ মে (আসলে ২৪ মে)। তবে ২২ মে কোরিয়ায় চলে যাচ্ছি আমি। ওখানে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেব। এ বছরের অনুশীলন এবং প্রতিযোগিতার সূচি আগে থেকেই ঠিক করা হয়ে গিয়েছে। তাই নতুন কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার জায়গা আর নেই।”