
ওঙ্কার ডেস্ক: সীমান্তে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। এই নিয়ে টানা নয় রাত যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাক বাহিনী। শুক্রবার রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় পোস্টগুলি লক্ষ্য করে পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় ছোট বন্দুক দিয়ে গুলি চালিয়েছে। যদিও পাল্টা জবাব দিয়েছে ভারতও।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২ মে এবং ৩ মে মধ্যবর্তী রাতে, পাকিস্তানি সেনাবাহিনী জম্মুকাশ্মীরের কুপওয়ারা, উরি এবং আখনুর এলাকার বিপরীতে নিয়ন্ত্রণ রেখায় বিনা প্ররোচনায় ছোট বন্দুক দিয়ে গুলি চালিয়েছে।’ ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এক নেপালি-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। যে ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সীমান্তে বার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। সেই আবহে সম্প্রতি ভারতীয় সেনার তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গি হামলার প্রতিশোধ নেওয়ার জন্য অপারেশনের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি। জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জঙ্গি হামলার ঘটনায় ভারতের তরফে অভিযোগ তোলা হয়েছে এই ঘটনায় পাকিস্তান জড়িত রয়েছে বলে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়াদিল্লি। যার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত করা থেকে শুরু করে পাক নাগরিকদের ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ।