
ওঙ্কার ডেস্ক : ভয়ংকর ঝড়ে ধ্বংসাত্মক পরিস্থিতি পাকিস্তানে। শনিবার বিকেল থেকে এই ঝড় পাঞ্জাব, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের পাশাপাশি ইসলামাবাদে আঘাত হেনেছে। রবিবার পাক আবহাওয়া দফতর জানিয়েছে, কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহের পর মধ্য ও উত্তর পাকিস্তানে শক্তিশালী ঝড়ো হাওয়ার ফলে কমপক্ষে ১৪ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। সরকার থেকে এই ঝড়কে “বিশেষভাবে ধ্বংসাত্মক” হিসেবে বর্ণনা করা হয়েছে।
পাঞ্জাবের দুর্যোগ মোকাবিলা দফতরের মুখপাত্র মাজহার হুসেনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, “এই ঝড়ো হাওয়া বিশেষভাবে ধ্বংসাত্মক ছিল। বাতাসের গতি খুব বেশি ছিল। এতে এত বেশি ধুলো ছিল যে দৃশ্যমানতা অনেক কমে গিয়েছিল”। তিনি জানিয়েছেন, “বেশ কয়েকদিন ধরে তীব্র তাপের পরে আবহাওয়া চরম আকার নেয়। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। সাম্প্রতিক তাপপ্রবাহে তিন থেকে চার দিন তাপমাত্রা বেশ বেড়ে গিয়েছিল”। হঠাৎ ঝড়ের জন্য তীব্র তাপ বৃদ্ধিকে দায়ী করেছে পাকিস্তানের আবহাওয়া দফতর।