
নিজস্ব প্রতিনিধি: সাধারণভাবে ভোট পর্ব মিটলেও পুরোপুরি ভোট শেষ করা গেল না। জেলায় জেলায় অশান্তি এবং ভোট প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার প্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে ৬৯৭টি বুথে সোমবার ফের ভোট হবে পঞ্চায়েত নির্বাচনের জন্য।
নির্বাচনের যে তালিকা সামনে এসেছে তাতে বিরোধীদের দাবির যৌক্তিকতা বহু জায়গায় প্রমাণিত। ভোটের দিন সব থেকে হিংসা প্রবন জেলা মুর্শিদাবাদে ১৮৫টি বুথে ফের ভোট হবে সোমবার।। এই ১৭৫ টি বুথ প্রায় সমস্ত বিধানসভা কেন্দ্র জুড়ে ছড়িয়ে রয়েছে।
এতগুলি বুথে পুনর্নির্বাচন ঘোষিত হওয়ায় বাম এবং কংগ্রেস শিবির স্বাভাবিকভাবে জেলা জুড়ে চাঙ্গা হয়ে উঠেছে।
তৃণমূল শিবির ও পাল্টা মাঠে নামছে ম্যাচ ধরে রাখবার জন্য। খবরের শিরোনামে উঠে এসেছিল যে কোচবিহার জেলা,তা মুর্শিদাবাদের তুলনায় আয়তনে অনেকটাই ছোট। কোচবিহারের পুনর্নির্বাচন হচ্ছে ৫৩টি বুথে। কংগ্রেসর অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত মালদহে ১১০টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। উল্লেখ্য কেন্দ্রে কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবিতে ডালুবাবুর নেতৃত্বে ভোটের দিনই মালদার ইংরেজ বাজারে রথ তলা মোড়ে কংগ্রেসিরা পথ অবরোধ করেছিল।
উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়ার বহু বুথে পুনঃনির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে৩১টি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
বিরোধীরা অবশ্য বলেছেন যত সংখ্যক বুথেভোট লুট হয়েছে তার তুলনায় এই সংখ্যা নগণ্য।
উল্লেখ্য ভারতীয় জনতা পার্টি প্রায় বারো হাজার বুথে পুন: নির্বাচন দাবি করেছিল।