
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগণা : পঞ্চায়েতে প্রধান কাকে করা হবে, এই নিয়ে বেধেছিল তরজা। ভেস্তে গিয়েছিল বোর্ড গঠন। প্রধান ঠিক করতে আবারও বৈঠক শাসক দলের স্থানীয় নেতৃত্বের। ঘটনাটি আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের। উল্লেখ্য ,পঞ্চায়েত নির্বাচনে ২৫ টি আসনের মধ্যে ২৪ টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । কিন্তু পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন পঞ্চায়েত প্রধান কাকে করা হবে সেই নিয়ে মতবিরোধের জেরে বোর্ড গঠন ভেস্তে যায় । পুনরায় বোর্ড গঠনের জন্য তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা কার্যালয়ে বৈঠক করা হয়। আমডাঙ্গা বিধানসভার বিধায়ক সহ তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ২৪ জন জয়ী সদস্যদের নিয়ে বৈঠকে বসেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস রায় ।এই দিনের বৈঠকে সাবিনা বিবি ও নাজিমা বিবির মধ্যে কে প্রধান হবেন সেই বিষয়ে গোপন ব্যালটে ভোটাভুটি হয় । যার ফল আগামী ২৪ শে আগস্ট জানানো হবে তারাবেরিয়া পঞ্চায়েতে বোর্ড গঠনের দিন বলে জানান আমডাঙার বিধায়ক রফিকুর রহমান ।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত শিউলি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিনও প্রধান করা নিয়ে মতবিরোধের জেরে বোর্ড গঠন ভেস্তে যায় । সেই বোর্ডগঠন নিয়েও বৈঠক হয়। বৈঠকে শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ঠিক করা হয়েছে বলে জানান দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ ।
জেলা বিজেপির ব্যারাকপুর সংগঠনিক নেতৃত্বের সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য জানান, এসব গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও প্রধান নির্বাচন নিয়ে শাসক দলের মতবিরোধে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলে কটাক্ষ বিরোধীদের।