
সুনন্দা দত্ত,হুগলী: সল্টলেক , বউ বাজারের পর গণপিটুনির জেরে ফের এক যুবকের মৃত্যু । স্থানীয় সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার পান্ডুয়া দ্বারবাষিনী এলাকায় মনসা পূজো দেখে ফিরছিলেন বছর পঁচিশের আশিস বাউল দাস। গোরারুগেড়ের কাছে মাইক বাজানো নিয়ে কয়েকজনের মধ্যে বচসা চলছিল। আশীষের বাইকের সঙ্গে ওই যুবকদের একটি গাড়ির সঙ্গে সামান্য ধাক্কা লাগে। অভিযোগ, এরপরেই আসিশ কে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করে ওই যুবকেরা। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে আশীষ। পরে তাকে বাড়িতে নিয়ে যান স্থানীয়রা।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরের দিন তাঁকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতাল হয়ে শনিবার বিকেলে কলকাতা নিয়ে যাওয়ার পথেই ওই যুবকের মৃত্যু হয়। এরপর মৃতদেহ নিয়ে আসা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। রবিবার, সেখানেই ময়নাতদন্ত হয়। ঘটনায় পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে আশীষের পরিবার। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নেমে শনিবারই লাল্টু বাউল দাস এবং শুভঙ্কর বাউল দাস নামে দু’জনকে গ্রেফতার করেছে । বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।