
প্রতীতি ঘোষ, পানিহাটিঃ “সংবাদ মাধ্যমে বেশি প্রচার পাওয়ার জন্য শুভেন্দু অধিকারী সমস্ত ঘটনা ঘটাচ্ছে” এবার এমনই মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়।
বুধবার শুরু হয়েছে ১২ দিন ব্যাপী নবম পানিহাটি উৎসব। উৎসবের সূচনা করেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়। উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সংবাদ মাধ্যমে বেশি প্রচার পাওয়ার জন্য শুভেন্দু অধিকারী সমস্ত ঘটনা ঘটাচ্ছে”।
স্পিকার বিমান বন্দোপাধ্যায় পানিহাটি উৎসবের সাফল্য কামনা করেন এবং উদ্যোক্তা দের ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বন্দোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ অনেকে।