
প্রতীতি ঘোষ, পানিহটিঃ ১ লা জুন শনিবার দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফা সম্পন্ন হয়েছে।এই মুহূর্তে নির্বাচনের ফলাফল কি হতে চলেছে তা নিয়েই শুরু হয়েছে শেষ মুহূর্তের কাউন্ট ডাউন। ৪ জুন হতে চলেছে ভোট গণনা। বিভিন্ন ভেনুর স্ট্রং রুম গুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে নির্বাচন কমিশনের তরফে জোর তৎপরতা শুরু হয়েছে। পাশাপাশি ব্যারাকপুর মহকুমা অঞ্চলের দমদম ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনার জন্যে দুটি আলাদা ভেন্যু করা হয়েছে। একটি ব্যারাকপুরের রাষ্টগুরু সুরেন্দ্রনাথ কলেজ ও অপরটি পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজ।সোমবার পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজে ভোট গননার প্রস্তুতি চলছে জোর কদমে। তাছাড়াও ওই ভেন্যুর আটটি স্ট্রং রুমের বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সদা সতর্ক দৃষ্টি রেখে চলেছে। ব্যারাকপুরের মহকুমাশাসক সৌরভ বারিক বলেন, ইতিমধ্যেই পোলিং পারশনদের ট্রেনিং হয়ে গেছে।