
প্রতীতি ঘোষ, পানিহাটি : মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিই সার ! দলনেত্রীর কড়া বার্তাকে তোয়াক্কা না করেই চরমে তৃণমূলের কোন্দল, তুলকালাম পানিহাটি। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তার সাগরেদ পরিতোষ দাসের বিরুদ্ধে। ঘটনার সুত্রপাত, গত রবিবার রাতে। বাড়ি ফেরার পথে পানিহাটির যুব তৃণমূল সভাপতি সুমিত পাল ও তার সঙ্গী দেবাঞ্জনের ওপর হামলা চালায় পরিতোষ ও তার দলবল বলে অভিযোগ। তাদেরকে মারধোর করার পাশাপাশি গলার সোনার চেন ও পকেট থেকে নগদ টাকা ছিনতাই করা হয় বলেও অভিযোগ। ঘটনার খবর জানাজানি হতেই সোমবার সকাল থেকে পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে বিশাল সংখ্যক কর্মীরা খড়দহ থানায় গিয়ে দলেরই আরেক নেতা বুবাই মল্লিক ও পরিতোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর থানা থেকে বেরিয়ে ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা দত্ত রোড ধারে বিটি রোডের ওপর অভিযুক্ত পরিতোষের ঠেকে ব্যাপক ভাংচুর চালায়। ঠেকে থাকা চেয়ার-টেবিল ভাংচুর করে রাস্তায় ফেলে দেয়।
অপরদিকে, ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা ৩ নম্বর দেশবন্ধু নগরের ইশ্বর চ্যাটার্জি রোডে বুবাই মল্লিকের অফিসে ঢুকে রীতিমত তান্ডব চালায় বলে অভিযোগ। সেখানেও চেয়ার,টেবিল,এসি মেশিন সহ সমস্ত জিনিসপত্র ভেঙেচুরে রাস্তায় ফেলে দেওয়া হয়। যদিও স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতা বুবাই মল্লিক,ও তার দলবল দীর্ঘদিন ধরে পানিহাটি এলাকায় তোলাবাজি, রাহাজানি সহ একাধিক সমাজ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হতো।