
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : প্রচন্ড দাবদাহের জেরে মানুষের জীবন অতিষ্ঠ। নির্বাচনী আবহে বাড়ছে রাজনৈতিক উত্তাপও. ইতিমধ্যেই দু দফায় ভোট শেষ ৬ টি কেন্দ্রে. বাকি এখনও ৩৬ টি কেন্দ্র. প্রসঙ্গত, পঞ্চম দফায় ভোট রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে. দাপিয়ে প্রচার করছেন সবপক্ষই. সোমবার মনোনয়ন পত্র দাখিল করলেন পার্থ ভৌমিক। এদিন সকালে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ জানান, ‘জীবনের সমস্ত পরীক্ষার আগে মন্দিরে পুজো দিই। ঠিক তেমনি নির্বাচনী পরীক্ষার আগে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলাম’। তাঁর আশা, তিনি এবারের লোকসভা ভোটে নতুন মুখ, তাই তাকে এই বার সুযোগ দেবেন ব্যারাকপুরে মানুষ। পাশাপাশি তিনি বলেন, ‘আমার লক্ষ্য, ব্যারাকপুরের মানুষের সার্বিক উন্নয়ন. সকলের জন্য প্রার্থনা করলাম, তার মধ্যে অর্জুনও রয়েছেন’