
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর : হাসপাতাল থেকে উধাও একের পর এক রোগী! তথ্য বলছে, গত সাত দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে ১২১ জন রোগী। একেক দিনেই নিখোঁজ হয়েছে ১৫ থেকে ২০ জন রোগী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে বেশিরভাগ রোগী চিকিৎসাধীন ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে। এই ওয়ার্ড নিয়ে বরাবর বিস্তর অভিযোগ রোগী ও রোগীর পরিজনদের। বেড না পেয়ে মাটিতেই থাকতে হচ্ছে রোগীদের। বর্ষার সময়েও খোলা জানালার পাশেই শুয়ে থাকতে হচ্ছে রোগীদের। যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনার স্তূপ। ঘুরে বেড়াচ্ছে পোকামাকড় থেকে শুরু করে বিড়ালছানা। আর এইসব নিয়েই থাকতে হচ্ছে রোগীদের। একের পর এই ছবিগুলোই প্রশ্ন তুলে দিচ্ছে হাসপাতালের পরিষেবা নিয়ে।
শুধু পরিষেবা নয় রোগী নিখোঁজের যে সংখ্যা সামনে আসছে তাতে প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। যদিও হাসপাতালের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার দিলীপ কুমার পলমল এ বিষয় জানান, যাদের অ্যাবসকনডেন্ট বলা হচ্ছে, তাঁরা সকলেই ডিসচার্জ হওয়া রোগী. তাঁরা ২ টা পর্যন্ত অপেক্ষা না করেই চলে গেছেন। তবে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তেমন কোনও অভিযোগ নেই, অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।
হাসপাতালে রোগী উধাওয়ের এই ঘটনায় আতঙ্কিত রোগীর পরিজনেরা. উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে.