
মানস চৌধুরী, কলকাতা: কেমন আছেন পাকিস্তানি সেনাদের কাছে বন্দি বিএসএফ পূর্নম কুমার সাউ? কবেই বা মুক্তি পাবেন তিনি? এই সকল প্রশ্নের উত্তর পেতে কলকাতা বিমানবন্দর থেকে পাঠানকোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন তার স্ত্রী, পরিবার ও আত্মীয় পরিজনেরা। দুপুর ১টা বেজে ২৫ মিনিটের ইন্ডিগোর 6E 874 বিমানে করে চন্ডিগড়ের উদ্দেশ্যে রওনা দিলেন তাঁরা।
তাঁর পরিবারের সদস্যরা জানান, যতদিন না তাঁদের ঘরের ছেলের মুক্তি ঘটছে তাঁরা হার মানবেন না। উল্লেখ্য, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ কর্মরত অবস্থায় ভুলবশত পাকিস্তান ভূমিতে ঢুকে পড়েন তখনই পার্ক রেঞ্জার্সের হাতে বন্দি হন। পাঁচ দিন পেরিয়ে গেলেও তার মুক্তি এখনো হয়নি। বর্তমান পরিস্থিতিতে কবে মুক্তি পাবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের, ভারত সরকার এবং বিএসএফ সব রকম চেষ্টা চালাচ্ছে তাকে ফেরানোর তবে পাকিস্তানের দিক থেকে এখনো পর্যন্ত কোনো সবুজ সংকেত না মেলায় একেবারে ভেঙে পড়েছে পরিবারটি।