
গোপাল শীল,পাথরপ্রতিমা:
বর্ষার শুরুতেই পাথর প্রতিমার গোবর্ধনপুরে সদ্য তৈরি নদী বাঁধে বড়সড় ভাঙ্গন। শতাধিক বাড়ি ও চাষ জমি জলমগ্ন।লক্ষীর ভান্ডার নয় শক্তপোক্ত বাঁধের দাবি এলাকাবাসীর। ভারতবর্ষের তথা দক্ষিণ ২৪ পরগনার শেষ দ্বীপ হল গোবর্ধনপুর। ২০২২ থেকে কাজ শুরু হয়েছিল গোবর্ধনপুরেএলাকার নদী বাঁধের। স্থানীয় মানুষের দাবি প্রায় ৪৪ কোটি টাকার কাজশেষ হয় ২০২৪ এ। কিন্তু সেই নতুন বাঁধের প্রায় ১২০০ মিটার ভেঙে যায় জোয়ারে। এলাকাবাসীর অভিযোগ কাজের প্রযুক্তি খুবই নিম্নমানের, বাঁধ তৈরি করার সময় এলাকার অভিজ্ঞ মানুষদের কোন কথা শোনা হয়নি।, অতি নিম্ন মানের দ্রব্য দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে। তাই সামান্য জোয়ারে বাঁধ ভেঙে প্রায় শতাধিক বাড়িজলমগ্ন।এই বাঁধ ভাঙা জলে জলমগ্ন পরিবার গুলি এখনো পর্যন্ত কোন সরকারি ত্রাণ পাননি । তাদের দাবি হাজার বারোশো টাকার লক্ষীর ভান্ডার চাইনা, চাই ১২০০ মিটার কংক্রিটের বাঁধ।
এখনো সেভাবে ভারী বর্ষা হয়নি, কিন্তু ইতিমধ্যে নোনা জল ঢুকে ডুবে গেছে চাষযোগ্য মাঠ, পুকুর নোনা জল ঢুকে পচে গেছে মাছ, । তাই কংক্রিটের শক্তপোক্ত বাঁধের দাবি এই এলাকার মানুষের।