
গোপাল শীল, পাথরপ্রতিমা:
ফের সমবায় নির্বাচনে বড় জয় পেলো রাজ্যের শাসকদল। পাথরপ্রতিমা ব্লকের বনশ্যাম নগর সমবায়ের ৫২ টি আসনের মধ্যে ৪৫ টি তেই জিতেছে ঘাসফুল শিবির।এর ফলে বিরোধীদের কুপোকাত করে একক ক্ষমতায় বোর্ড দখল করলো তৃনমূল।সবুজ আবির খেলে উৎসব তৃনমূল সমর্থকদের।আর জি কর আবহে যখন উত্তাল বাংলা । তখনই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে এলো স্বস্তির খবর। এই জেলার পাথরপ্রতিমা ব্লকের বনশ্যাম নগর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিশাল সাফল্য পেলো তৃনমূল। এই সমবায়ে বিরোধীদের উড়িয়ে একক ক্ষমতায় ক্ষমতা দখল করলো ঘাসফুল শিবির।
উল্লেখ্য এই কেন্দ্রে মোট ৫২ টি আসন ছিলো । বিরোধী ও এবং শাসক দল মিলে মোট ১০০ জন প্রার্থী হয়েছিলেন।
ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদলের ১১ জন প্রার্থী জয়লাভ করে। নির্বাচনের ফল বেরোনোর পর দেখা যায়
বিরোধীরা পেয়েছে মাত্র ৭ টি আসন ,তৃনমূল ৪৫ টি ।ফলে এই সমবায়ে এককভাবে বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল।