
প্রতীতি ঘোষ,উত্তর চব্বিশ পরগনা:সম্প্রতি দেশজুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধিত আইন সিএএ। সিএএ লাগু হওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। এরই মধ্যে প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়ের একটি এক্স হ্যান্ডেলে টুইট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রবিবার তিনি তার এক্স হ্যান্ডেলে টুইট করে লিখেছেন নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হয়। তথাগতর এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। তথাগতর মন্তব্য রুচিহীন, অশালীন বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ মমতা বালা ঠাকুর। মঙ্গলবার এ নিয়ে তিনি গাইঘাটা থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। তথাগতর স্বাস্থ্যের দাবি জানিয়েছেন মমতা ঠাকুর।