
বিক্রমাদিত্য বিশ্বাস,উত্তর দিনাজপুর : দুর্নীতির ছায়া ফের উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ট্যাবের টাকার মতই এবার আবাস যোজনার টাকা গায়েবের চাঞ্চল্য । এর আগেও একাধিক বার আবাসের টাকা গায়েবের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে। এবার সেই ঘটনা ঘটলো গোয়ালপাখরে । সবেমাত্র রাজ্য সরকারের তরফ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা বেনিফিশিয়ারির একাউন্টে ঢুকেছিল । তারই মধ্যে গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকার পাড়া, শান্তি নগর ও নতুন পাড়া ভোতর গ্রাম থেকে প্রায় ৯ জনের টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ।জানা গেছে ধাপে ধাপে টাকা তোলা হয়েছে। কারও ২০ হাজার, কারও ২১ হাজার আবার কারও ২৬ হাজার টাকা গায়েব কড়া হয়েছে। টাকা গায়েব হওয়ার খবর পেতেই চাঞ্চল্য ছড়ায় গোয়ালপোখর এলাকায়। মাথায় হাত বেনিফিশিয়ারিদের। এখন কিভাবে আবাসের টাকা ফেরত পাওয়া যাবে তা নিয়ে চিন্তার ভাঁজ গ্রামবাসীদের কপালে। এই নিয়ে ইতিমধ্যেই ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করা হয়েছে।