
ওঙ্কার ডেস্ক: ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তানের সেনা বাহিনী। এই নিয়ে টানা চার বার বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখায় গুলি চালাল তারা। সোমবার সকালে আধিকারিকরা জানিয়েছেন, পাকিস্তানি সেনা জম্মুকাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে।
সেনার তরফে জানানো হয়েছে, রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীত এলাকায় ছোট বন্দুক দিয়ে গুলি চালিয়েছে পাক সেনা। যদিও ভারতের সেনা বাহিনী চুপ করে থাকেনি। ভারতের জওয়ানরা ‘দ্রুত এবং কার্যকরভাবে’ পাল্টা জবাব দিয়েছে। উল্লেখ্য, পুঞ্চ সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনী এই প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করল।
গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর থেকে সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। পুলওয়ামা জঙ্গি হামলার পর এটিই সবচেয়ে বড় জঙ্গি হামলা জম্মুকাশ্মীরে। ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হতেও শুরু করে। অন্য দিকে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।
ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। যার মধ্যে রয়েছে পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার, ছয় দশকেরও বেশি পুরনো সিন্ধু জল চুক্তি স্থগিত করা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ভারত এই হামলার পিছনে থাকা প্রতিটি জঙ্গিকে এবং তাদের ‘সমর্থকদের’ শাস্তি দেবে।