
ওঙ্কার ডেস্ক:সোমবার মধ্যরাত থেকে আলু ব্যাবসায়ীদের ধর্মঘটের জেরে অগ্নিমুল্য আলুর দাম। ভিন রাজ্য গুলোতে বন্ধ রয়েছে আলু রপ্তানি, যার জেরে ক্ষতির মুখে ব্যাবসায়ীরা এবং যে আলুগুলো স্টোরে আছে সেগুলো মুলত গোড় আলু,ছাট আলু যার দাম আমাদের রাজ্যে কম ও তেমন বিক্রি হয় না, রপ্তানি বন্ধের জেরে সেগুলি সঠিক দাম পাচ্ছে না। সেই আলু গুলোর রফতানি করার জন্যই এই ধর্মঘট বলে জানিয়েছেন আলু ব্যাবসায়ীরা । এখন বাজারে খুচরো আলুর দাম ৩৪ থেকে ৩৫টাকা,, পাইকারি আলুর বস্তা ১৫২০টাকা ।কিন্তু ধর্মঘটের জেরে দাম আরো বাড়বে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের।
ইতিমধ্যেই বাজারে পেঁয়াজের দাম চলে গেছে মধ্যবিত্তের ক্ষমতার বাইরে, এরপর যদি ধর্মঘটের জন্য আলুর দাম ও বেড়ে যায়। তাহলে মাথায় হাত পড়বে সাধারণ মানুষের। আলু ব্যাবসায়ীদের দাবি যতদিন আলু রপ্তানি বন্ধ থাকবে ততদিন দামের হেরফের হবে।
এর ফলে চিন্তায় পড়েছেন সাধারন মানুষ থেকে খুচরো আলু ব্যাবসায়ীরা, তাদের সকলেরই আর্জি সরকার যেন তাড়াতাড়ি আলু রপ্তানি পুনরায় চালু করে। তাতে সাধারণ মানুষ ও ব্যাবসায়ী সকলেরই লাভ।