
প্রদীপ মাহাতো, পুরুলিয়া:পুলিশের বিরুদ্ধে অত্যাচার ও তোলাবাজির অভিযোগে এনে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিয়েছে পোলট্রী ট্রেডার্স এসোসিয়েশন। যার জেরে রাজ্য জুড়ে বন্ধ হতে চলেছে পোল্ট্রি ডিম বা ব্রয়লার মুরগি সরবরাহ। এমনিতেই শাক সবজির দাম অগ্নিমূল্য আর সেই সময় মাংস ও ডিমের দাম বৃদ্ধির আশঙ্কায় চিন্তায় পুরুলিয়ার মানুষ।তবে শুধু ক্রেতারাই নয়,মুরগির সরবরাহ বন্ধ হলে আর্থিক ভাবে লোকসান হওয়ার আশঙ্কা করছেন পোল্ট্রি মালিকরাও।উল্লেখ্য কয়েক দিন আগে পশ্চিম মেদিনীপুরে মুরগি বহনকারী এক গাড়িচালক ব্যাপক মারধোর করে পুলিশ বলে অভিযোগ । পুলিশের মারে মাথায় চোট পান ওই চালক। বর্তমানে বেলদা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। ওই ঘটনার প্রেক্ষিতে রাজ্য জুড়ে মুরগি সরবরাহ বন্ধের ডাক দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন’।