
প্রদীপ মাইতি,তমলুক:
দেশ জুড়ে ডাক্তারদের কর্মবিরতির মাঝেই অন্য ছবি তমলুক মেডিক্যাল কলেজে।এই হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন,পাশাপাশি মাথায় কালো ব্যাচ পরে আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও করছেন।
আর জি কর ইস্যুতে তোলপাড় রাজ্য তথা গোটা দেশ। চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা এবং আর জি কর কাণ্ডে প্রকৃত অপরাধীদের সনাক্ত করার দাবিতে কর্মবিরতি করে আন্দোলন শুরু হয়েছে রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে। অপরদিকে দিল্লির এইমস-সহ আরো কয়েকটি হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এর চিকিৎসকরা ও কর্মবিরতি শুরু করেছেন। আর এই সবের মাঝেই অন্য ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সকাল থেকে সিনিয়ার ডাক্তারের পাশাপাশি জুনিয়র ডাক্তাররাও চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আর জি করের ঘটনার প্রতিবাদ ও করছেন তারা।
চিকিৎসক শিবশঙ্কর দে বলেন,আমরা কালো ব্যাচ পরে প্রতিবাদ কর্মসূচীতে অংশ নিয়েছি । তবে সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে কিছু জরুরি বিভাগের পরিষেবা চালু রাখা হয়েছে।
‘