
প্রদীপ মাহাতো,ঝালদা : ঝালদা পুরসভার উপপুরপ্রধান পদ থেকে পদত্যাগ করলেন পূর্ণিমা কান্দু। প্রসঙ্গত,১০ ই ফেব্রুয়ারি ঝালদা পৌরসভার উপপুরপ্রধানের দায়িত্ব পান পূর্ণিমা কান্দু। দায়িত্ব পাওয়ার আট মাসের মাথায় ইস্তফা দিলেন পূর্ণিমা কান্দু।তিনি ইস্তফা দেওয়ার পর বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত ছয় সেপ্টেম্বর ঝালদা পুরসভার পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায় সহ কংগ্রেসের এক , দুই , চার ও আট নাম্বার ওয়ার্ডের কাউন্সিলাররা তৃণমূলে যোগদান করেন। বেশিরভাগ জনই দল থেকে চলে যাওয়ায় আমরা সংখ্যা লঘু হয়ে পড়েছি। সেই কারণেই এই ইস্তফা।
এদিন তিনি ঝালদা পুরসভার পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, যদি ওনার সাহস থাকে তাহলে উনিও ইস্তফা দিন। এবং আবারও ভোটে জিতে সকলের সমর্থন নিয়ে পদে বসুন। তিনি এও জানান, শিলা চট্টোপাধ্যায় এর প্রতি তার সমর্থন রয়েছে।
ঝালদার উপ পুরপ্রধানের পদ থেকে কংগ্রেস নেত্রী পূর্ণিমা কান্দুর আকস্মিক এই ইস্তফা নিয়ে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তরজা।