
প্রদীপ মাহাতো, ওঙ্কার বাংলা: এক মহিলা কর্মীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে থানায় ধর্না অধ্যাপকদের। ঘটনাটি পুরুলিয়ার পুঞ্চা থানা এলাকার লৌলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজের। মহিলা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়ে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগ, পুঞ্চার লৌলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজের এক অধ্যাপককে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করেছেন ওই কলেজের এক মহিলা কর্মী। শুধু তাই নয়, ওই মহিলা নিজের সীমা বহির্ভূত কাজে হস্তক্ষেপ করেন বলে অভিযোগ অধ্যাপকদের। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ, সেই মহিলা কর্মী আগেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলে।
কলেজের শিক্ষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমীর কুমার সেনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে পুঞ্চা থানায় লিখিত অভিযোগ করেন ওই মহিলা। কলেজের অধ্যাপকদের আরও দাবি, দীর্ঘদিন ধরেই ওই মহিলা কর্মী কলেজের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। তবে এবার একজন অধ্যাপককে কালিমালিপ্ত করায় সরব হয়েছেন কলেজের অন্যান্য অধ্যাপক এবং বাকি কর্মীরা। অভিযোগ আর পালটা অভিযোগে সরগরম পুরুলিয়ার লৌলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজ।