
প্রদীপ মাহাতো, পুরুলিয়া: পুরুলিয়ার জয়পুর থানা এলাকার দুটি কয়লা ডিপুতে ইনকাম ট্যাক্সের তল্লাশি। বুধবার এই দলটি পুরুলিয়া রঘুনাথপুর ২ নম্বর ব্লকের চেলিয়ামা দান্দুয়া গ্রাম সহ বেশ কয়েকটি কয়লা ডিপুতে তল্লাশি চালায়। গতকাল তল্লাশি চালাবার পর বৃহস্পতিবারও জয়পুর থানা এলাকার ওই একই সংস্থার দুটি ডিপুতে তল্লাশি চালাচ্ছে ইনকাম ট্যাক্স এর আধিকারিকরা।