
প্রদীপ মাহাতো,পুরুলিয়া:
মাওবাদী সন্দেহে পুরুলিয়া থেকে গ্রেফতার এক । ধৃত ব্যক্তির নাম সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর। ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ জানতে পেরেছে যে , নতুন করে মাওবাদী সদস্য বাড়ানোর চেষ্টার কাজ করছিল ওই ব্যক্তি । পুলিশ সূত্রে খবর ,এই ব্যক্তি আগেও পরপর দুইবার গ্রেপ্তার করা হয়েছিল কিশোরকে । নতুন করে জঙ্গলমহলে মাওবাদী গতিবিধি বাড়ানোর লক্ষ্যে কিশোর কাজ করছিল বলে জানা গেছে ।