
প্রদীপ মাহাতো, পুরুলিয়াঃ গ্রেফতার হলেন মিঠুন চক্রবর্তী। হা ঠিকই শুনছেন। অবশেষে পুলিসের জালে মিঠুন। কি ভাবছেন! অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী কে কেনও গ্রেফতার করল পুলিশ। আরে না না! যেরকম টা ভাবছেন সেরকম একদমই না। এ মিঠুন, সেই মিথুন নয়, ইনি পুরুলিয়া মিঠুন চক্রবর্তী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে নাইট পেট্রোলিং এ থাকা পুলিশ কর্মীরা এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তির ব্যাগ থেকে ৪২ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পরে সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, আসানসোল এর একটি মোবাইল দোকানে একটি চুরির ঘটনা ঘটে, তার সঙ্গে ধৃত ব্যক্তির যোগাযোগ থাকতে পারে। ধৃতের নাম মিঠুন চক্রবর্তীর।
গ্রেফতার মিঠুন চক্রবর্তী, শুনে অনেকে ভেবেছিলেন মহাগুরুর কথা। কিন্তু গ্রেফতার হয়েছেন মোবাইল চোর মিঠুন