
সুনন্দা দত্ত, হুগলি : মহিলাদের মধ্যে জনপ্রিয় হলেও লড়াইটা খুব সহজ ছিল না. বিপরীতে আরও এক তারকা প্রার্থী যিনি সেই কেন্দ্রের বিদায়ী সাংসদও. প্রচারে কোনওরকম খামতি রাখেন নি. ঝড়, জল, বৃষ্টি এমনকি তীব্র দাবদাহ উপেক্ষা করেও বেরিয়ে পড়তেন জনসংযোগে. তাঁর মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিমও হয়েছিল প্রচুর. কিন্তু, সে সব খুব একটা গায়ে না মেখে লাগাতার চালিয়ে গেছিলেন প্রচার পর্ব. ফলও পেলেন. হুগলিতে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন রচনা বন্দ্যোপাধ্যায়. ভোটের ফলাফলের পরের দিনে সকালেই মায়ের মন্দিরে প্রণাম করে যাত্রা শুরু করলেন দিদি নম্বর ওয়ান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, ‘সাধারণ মানুষ অনেক আশা নিয়ে আমায় ভোট দিয়েছেন. আমার দাযিত্ব আরও অনেকটা বেড়ে গেল. দিদিকে কথা দিয়েছিলাম হুগলি ফিরিয়ে দেব, দিয়েছি’
এবার ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূল করেছিল তারকাদের. এ বিষয় রচনা বলেন, ‘দিদির এই তারকা প্রার্থীরাই দেখিয়ে দেবে, বংলায় উন্নয়ন কীভাবে হয়’.