
ওঙ্কার ডেস্ক:রাহুল গান্ধীর সফরে ফের অঘটন। বাংলা – বিহার সীমান্ত দিয়ে যাওয়ার সময় মালদার দেওয়ানগঞ্জে পাথরের আঘাতে ভাঙলো গাড়ির কাঁচ। এই ঘটনার পর গাড়ী থেকে নেমে পড়েন রাহুল।ব্যাপক উত্তেজনা দেখা যায় এলাকায়।এই বিষয়ে অধীর চৌধুরীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য যারা ভাঙার তারাই ভেঙেছে