
সুমন গঙ্গোপাধ্যায়
জল্পনা ছিলই দলের ভেতরে বাইরে থেকেও উঠেছিল দাবী। তবে শেষ পর্যন্ত চমক দিল এআইসিসি। রায়বেরেলি থেকে কংগ্রেস প্রার্থী হলেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশর দুটি ‘ মেগাস্টার ‘ লোকসভা আসনে প্রার্থী ঘোষনা করল কংগ্রেস। আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিশোর লাল শর্মা। তবে দাবী থাকলেও শেষ পর্যন্ত এই নির্বাচনে লড়ছেন না প্রিয়াঙ্কা গান্ধী। ২০১৯ এর নির্বাচনে এই আমেথি থেকেই লড়াই করলেও পাশাপাশি কেরলের ওয়ারনাড থেকে প্রার্থী হন রাহুল, তবে মোদী হওয়ায শেষ পর্যন্ত স্মৃতি ইরানীর কাছে পরাজিত হন রাহুল। এই নির্বাচনে ওয়ারনাড থেকে প্রার্থী হন রাহুল।
তবে পাশাপাশি উত্তরপ্রদেশের কংগ্রেস কর্মীদের দাবী ছিল আমেথি থেকে ফের প্রার্থী হোন রাহুল, আর রায়বারেলি থেকে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হোন। তবে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা নয়।
সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া রায়বারেলি থেকে প্রার্থী হলেন রাহুল। কার্যত, এই আসন কংগ্রেসের গড় বলে পরিচিত। এমনকী ইন্দিরা গান্ধীও এই আসন থেকে জয়ী হন। পরবর্তীতে ৪ বার এই রায়বারেলি থেকে জিতে সংসদে যান। তবে এই নির্বাচনে আর প্রার্থী হন নি সোনিয়া, রাজস্থান থেকে রাজ্যসভায় মনোনীত হয়েছেন।
তবে মা এর ছেড়ে যাওয়া আসনে মেয়ে প্রার্থী হবেন, এমন আশা করেছিল রাজনৈতিক মহল। তবে শেষ পর্যন্ত রাহুলেই ভরসা করল কংগ্রেস।
২০১৯ এর লোকসভা নির্বাচনে এই রায়বেরেলি থেকে বিজেপির দীনেশ প্রতাপ সিং কে প্রায় ১ লক্ষ ৬৭ হাজার ১৭৮ ভোটে পরাজিত করেন সোনিয়া গান্ধী। এবারও এই কেন্দ্রে রাহুলের প্রতিপক্ষ বিজেপির দীনেশ প্রতাপ সিং l
যদিও রাজনৈতিক মহলের মধ্যে ওয়ারনাড এর পাশাপাশি রায়বেরিলি থেকেও রাহুল জয়ী হলে খুব সম্ভবত রায়বেরিলি আসন ছেড়ে দিয়ে ওই আসনে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা।
অপরদিকে, আমেঠি থেকে প্রার্থী করা হলো গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরি লাল শর্মাকে।