
ওঙ্কার ডেস্ক:সিপিএমের সঙ্গে থাকার জন্যই কংগ্রেসের সঙ্গে তৃনমূলের জোট হয়নি।উত্তরবঙ্গ সফরে এসে একাধিক বার বিভিন্ন জনসভা এই অভিযোগ করেছেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।কার্যত সেই অভিযোগ উপেক্ষা করেই মুর্শিদাবাদে ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এবং তাদের সঙ্গে বেশ কিছুক্ষন কথাও হয়।পরে সেলিম সংবাদ মাধ্যমকে জানান মানুষের জীবন ও জীবিকার প্রশ্নে এবং মন্দির ও মসজিদ নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে কংগ্রেস – ও বামেদের মতাদর্শ একই। তাই আমরা ওনাদের পাশে আছি।পাশাপাশি তিনি আরো বলেন যে কংগ্রেস যখন আদিবাসী, তপশিলি ,শ্রমিক,অসহায় মানুষের কথা বলেছে,তখনই বাম পন্থীরা ওদের সমর্থন করেছে। এবারও তাই আমাদের সমর্থন রয়েছে।
উল্লেখ্য রাহুলের ন্যায় যাত্রা বাংলায় ঢোকার পর থেকেই কংগ্রেস – সিপিএমের সখ্যতা নিয়ে একাধিকবার তোপ দেগেছেন দুই দলকেই।তৃনমূল এবং কংগ্রেসের মধ্যে জোট না হওয়ার জন্য দোষারোপ করেছেন সিপিআইএম কে।এমত অবস্থায় রাহুল – সেলিমের সাক্ষাতের পর মমতা ও কংগ্রেসের জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।