শুভাশীষ ঘোষ : ভারতের লক্য ২৭৭। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রাহুল। প্রথম ইনিংস শেষে ১০ উইকেট হারিয়ে অজিদের রান ২৭৬। কার্যত এদিন বল হাতে ২২ গজে দাপট দেখালেন পেসার শামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন তিনি। পাশাপাশি জশপ্রীত বুমরাহ, রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পেয়েছেন। অন্যদিকে ডেভিড ওয়ার্নার ৫৩ বলে ৫২ রান করে জাদেজার বলে শুভমন গিলের হাতে ধরা দেন। স্টিভ স্মিথ (৪১), লাবুসসানে (৩৯), যশ ইনগ্লিস (৪৫), গ্রিন (৩১) রান করেছেন। কার্যত বিশ্বকাপের আগে এশিয়া কাপের খেতাব জয় বাড়তি অক্সিজেন পেয়েছে টিম ইন্ডিয়া। তবে ঘরের মাঠে বিশ্বকাপ শুরুর আগের মুহূর্তে অজিদের বিরুদ্ধে সিরিজ জেতাই লক্ষ্য টিম ইন্ডিয়ার কাছে।