
বিক্রমাদিত্য বিশ্বাস, রায়গঞ্জ : বুধবার উপনির্বাচন ছিল বাংলার ৪ বিধানসভা কেন্দ্রে. ১৩ জুলাই ফলাফল. তার আগে ভোটের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই রায়গঞ্জে তৃণমুল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস এবং ছাপ্পার প্রতিবাদে পথে বাম-কংগ্রেস জোট. শহরের ঘড়ি মোড়ে বাম কংগ্রেসের জোটের কর্মীরা পথ অবরোধ করেন। রায়গঞ্জ শহরের বিভিন্ন পৌর অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের বাম কংগ্রেসের বুথ এজেন্টদের দুপুর বারোটার পরে বের করে দেওয়া হয় এবং অবাধ ছাপ্পা চলে। অথচ পুলিশ প্রশাসন নির্বিকার। এই অভিযোগ তুলে পথ অবরোধ বিরোধীদের.
রায়গঞ্জ শহরের আই সি বিশ্বেশ্রেয় বিশ্বাসের অনুরোধে অবোরোধ তুলে নেওয়া হয়। পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে আগামীতে তারা সহমর্মিতার সাথে বিষয়টি দেখবে।