
স্পোর্টস ডেস্ক : এবারে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পটিদার। একসময়ে ভাবা হয় যে বিরাট কোহলি আরসিবির ক্যাপ্টেন্সি করবেন কিন্তু সবাইকে অবাক করে ক্যাপ্টেন রজত। আর রজতের ক্যাপ্টেন্সি পাওয়া প্রসঙ্গ নিয়ে বিরাট কোহলি বললেন, ও দীর্ঘদিন ধরে এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবে। তাই ওকে সমস্ত ভালবাসা উজাড় করে দিও। ও প্রতিভাবান ক্রিকেটার। বুদ্ধিসম্পন্ন। দারুণ প্লেয়ার। আমরা সবাই সেটা দেখেছি। ও এই দলটাকে এগিয়ে নিয়ে যাবে। তার জন্য যা প্রয়োজন, ওর মধ্যে আছে। আমাদের ট্রফি জেতার উন্মাদনা প্রতিবারের মত আছে। আশা করছি এবারে দল ভালো পারফরমেন্স করবে। ‘২০০৮ সালের প্রথম আইপিএল থেকেই আরসিবিতে আছেন কোহলি। দল ২ বার ফাইনাল খেললেও একবারও ট্রফি আসেনি। ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কেকেআরের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জর্স।