
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেলো রাজধানী এক্সপ্রেস ট্রেন।
সোমবার দিল্লি গৌহাটির মধ্যে চলাচলকারী রাজধানী এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ির কিছুটা আগে ,একই রেল পথে দাড়িয়ে থাকা একটি তেল ট্যাংকারের পেছনে এসে পড়ে। ওই সময় , তেল ট্যাংকারে থাকা গার্ডের দেখানো লাল পতাকা দেখেই সতর্ক হয়ে যান
রাজধানী এক্সপ্রেস ট্রেনের চালক, যে কারনে তেল ট্যাঙ্কার নিয়ে দাড়িয়ে থাকা মালগাড়ির কিছুটা দূরে এসেই ইমারজেন্সি ব্রেক কর দাড়িয়ে পরতে সক্ষম হয় ট্রেনটি , এর ফলে বড়সড় ট্রেন দুর্ঘটনার থেকে রক্ষা পায় দুটি ট্রেন।
ঘটনার খবর পেয়েই নিউ জলপাইগুড়ি জংশন থেকে রেলের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে নিরাপত্তা বাহিনী ঘটনা স্থলে পৌঁছয়।
পরবর্তীতে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায় রাজধানী এক্সপ্রেস ট্রেনটি।