
প্রতীতি ঘোষ,ব্যারাকপুর : মাস চারেক আগে আসানসোলের ব্যবসায়ী রাজু ঝা খুন হন শক্তিগড়ে। সেই খুনের ঘটনায় সাফল্য পেল পুলিশ। এই ঘটনার অন্যতম অভিযুক্ত কুন্দন কুমার সিংকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়ী খুনে অভিযুক্ত কুন্দন সিং গ্রেফতারের পরেই যে ধরা পড়েছে সে আগেই পুলিশের নজরে ছিল। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, আমি আগেও বলেছি ভিন রাজ্যের জেলে বসে রয়েছে সুবোধ সিং নামে এক দুষ্কৃতী। সেই শ্যুটার পাঠিয়ে এই খুনটা করিয়েছে। মূলত যারা খুন করেছে তারা ডাকাত দল। ভিন রাজ্যের বিভিন্ন জেলায় ডাকাতি করে।প্রসঙ্গত, রানাঘাটে অভিজাত এক সোনার দোকানে ডাকাতিতে যুক্ত ছিল এই কুন্দন কুমার সিং। আসানসোলের রাজু ঝা খুনেও অভিযুক্ত এই কুন্দন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দুই ঘটনায় একই অভিযুক্ত।