
নিলয় ভট্টাচার্য, নদীয়া: বঙ্গভঙ্গ রোধে কলকাতার বাঁধা ঘাটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের হাতে রাখি বেঁধে ভারতবাসীর নিজেদের মধ্যে সম্প্রীতি রক্ষার বার্তা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বুধবার সকাল থেকেই দেশের সর্বত্র জায়গায় পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব।এবার এই উৎসবকে সামনে রেখেই ভারত বাংলাদেশ সীমান্তে মৈত্রীর বন্ধনে বাঁধলো প্রতিবেশী দুই দেশ। এদিন সকালে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গেদে হয়ে ভারত থেকে বাংলাদেশের অভিমুখে রওনা দেয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন। নিত্য দিনের মতো মৈত্রী এক্সপ্রেসে রুটিং চেকিং চালানো হয় এদিন। পাশাপাশি রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে বুধবার সকালে বিএসএফের পুরুষ ও মহিলা কর্মীরা মৈত্রী এক্সপ্রেসের সকল আরোহীদের হাতে রাখি পরিয়ে তাঁদের সাথে সৌহার্য বিনিময় করেন। আবেগপ্রবণ হয়ে তারাও বিএসএফ কর্মীদের হাতে রাখি পড়িয়ে তাদের সাথে সৌহার্য বিনিময় করেন। রাখি পূর্ণিমা উৎসবকে সামনে রেখে দুই দেশের মধ্যে ফের আর একবার তৈরি হয় বন্ধুত্বের সম্পর্ক। যার ফলে স্বাভাবিকভাবেই খুশি বিএসএফ কর্মী থেকে শুরু করে মৈত্রী এক্সপ্রেসের সওয়ারি বাংলাদেশী নাগরিকেরা।