
বাবলু প্রামাণিক, গঙ্গাসাগরঃ রাম মন্দিরের উদ্বোধন আগে নাম না করে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করলেন পুরীর শঙ্করাচার্য গোবর্ধনপীঠ। গঙ্গা সাগরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,’ ‘সব জায়গাতে দখলদারি করলে রাজ নেতাদের উন্মাদ বলা হয়। তাঁদের সংবিধান মেনে ধার্মিক ও আত্মাধিক কাজ করা উচিৎ’।
‘মন্দিরের নির্মাণকাজ শেষ না করে ভগবান রামের মূর্তি স্থাপনা সনাতন হিন্দু ধর্মের রীতি বিরোধী। অসমাপ্ত মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করা মেনে নেওয়া যায় না। তাড়াহুড়ো করার কোনও দরকার ছিল না। মন্দিরের কাজ সম্পন্ন করেই রামের প্রাণ প্রতিষ্ঠা করা যেত। অসমাপ্ত মন্দির উদ্বোধন ভুল পদক্ষেপ, একথা আগেই দাবি করেছিলেন পুরীর শঙ্করাচার্য গোবর্ধনপীঠ। এবার তিনি রাম মন্দিরের উদ্বোধন আগে নাম না করে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করলেন। বলেন, সব জায়গাতে দখলদারি করলে রাজ নেতাদের উন্মাদ বলা হয়। তাঁদের সংবিধান মেনে ধার্মিক ও আত্মাধিক কাজ করা উচিৎ।
অন্যদিকে সেজে উঠেছে অযোধ্যা। এখন কেবল অপেক্ষা ২২ জানুয়ারির। চূড়ান্ত প্রস্তুতির মাঝেই রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ ফেরালেন চারজন শঙ্করাচার্য। এই তালিকায় রয়েছেন, উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, গুজরাটের দ্বারকা, ওডিশার পুরীর গোবর্ধনপীঠ এবং কর্নাটকের শ্রীঙ্গেরির প্রধান। শনিবার গঙ্গা সাগরে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শঙ্করাচার্য । সেখানেই পুরীর মহন্ত ফের স্পষ্ট করে জানিয়ে দেন, আগামী ২২ শে জানুয়ারি তিনি অযোধ্যা যাবেন না।