
নিলয় ভট্টাচার্য, নদিয়া : বুধবার উপনির্বাচন রানাঘাট কেন্দ্রে। আর তার ঠিক আগের রাতে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ উঠলো। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার পূর্ণ নগর এলাকায়। বিজেপি কর্মীর পরিবারের তরফে অভিযোগ, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ কয়েকজন দুষ্কৃতি বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়, ভাঙচুর করে বাড়ির একাংশ। ভাঙ্গা হয় জানলার কাঁচ।পাশাপাশি বেশ কয়েকটি গুলিও ছোরা হয়। উদ্ধার হয় গুলির খোলও যদিও এই ঘটনার পর থেকে আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারের মধ্যে।
এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। বুধবার বেলা বাড়তেই বিজেপি কর্মীর বাড়িতে আসে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা, এরপর ঘটনা খতিয়ে দেখার চেষ্টা করে।